তিনি জানিয়েছেন, পিয়ংইয়ং লকডাউনের পাশাপাশি সাগরে মাছ ধরায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া অন্তত দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
হা তায়ে-কিয়াং নামের ওই রাজনীতিবিদ জানিয়েছেন, করোনা মহামারি ও এর অর্থনীতিতে এর প্রভাবের ব্যাপারে কিম ‘অত্যন্ত ক্রুদ্ধ’ এবং তিনি ‘অযৌক্তিক পদক্ষেপ’ নিচ্ছেন।
তিনি জানান, মুদ্রার বিনিময় হার পতনের অভিযোগে গত মাসে এক শীর্ষ বিদেশি মুদ্রা বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে পিয়ংইয়ং। এছাড়া বিদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় আরেক শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।