চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে । নিহত ছাত্র মো. নাদিম হোসেন (১৬) উপজেলার ২ নং বালীথুবা ইউনিয়নের সানকিসাইর গ্রামের রাজমেস্তরী মুহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, ঐ দিন বিকাল ৪টার দিকে পাশ্ববর্তী বাড়ীতে খেলছিল নাদিম। এক পর্যায়ে ঐ বাড়ীর জাহাঙ্গীরের পাকঘরে অটরিকসার তার লাগাতে গিয়ে বৈদ্যুৎতিক তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। নাদিমের পরিবার খবর পেয়ে তাকে বালীথুবা পল্লী চিকিৎসক ডাঃ হারুন অর রশিদের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতের বাবা মুহাম্মদ হোসেন জানান, তার ছেলে ঢাকা সাইনকোর্ড মিফতাহুল উলুম একটি কওমি মাদ্রাসায় লেখাপড়া করত। মাদ্রাসা ছুটি হওয়ায় গত কয়েক দিন আগে গ্রামের বাড়িতে আসছে। খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মারা যায়। নিহত নাদিম ছিলেন একজন কোরআনে হাফেজ।