চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে সাহিত্য মঞ্চ পরিবার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ে জেলার সুপ্রতিষ্ঠিত লেখক সংগঠনের একদল তরুণ সাহিত্যকর্মী এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চাঁদপুর সাহিত্য মঞ্চ পরিবারের পক্ষ থেকে নব-নির্বাচিত পৌরসভার মেয়রকে শুভেচ্ছা উপহার হিসেবে বেশকিছু বই তুলে দেয়া হয়।
পরে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘চাঁদপুর সাহিত্য সম্মেলন- ২০২০’ বিষয়ে পৌরসভার মেয়রের আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কবি ওমর ফারুক প্রিন্স, শিক্ষা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা লিমা, প্রচার সম্পাদক নিঝুম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারিয়া ফারজানা,সমাজকল্যাণ সম্পাদক সাদ-আল আমিন ও নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস।