ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন। নিজের ফেসবুক পেইজে মাঝেমধ্যেই বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন, যেটা আগে সচরাচর দেখা যেতো না। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই ইনস্টাগ্রামে যোগ দেন।
আনুষ্ঠানিকভাবে শাকিব ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেন তার কাজের আপডেট দেওয়ার জন্য। কিন্তু অ্যাকাউন্ট খোলার ক’দিন পার না হতেই সেটি ব্লক হয়ে যায়। এই নায়ক ইনস্টাগ্রামে আসার আগেই সেখানে তার নামে অসংখ্য ভুয়া আইডি সক্রিয় ছিল। ভুয়া অ্যাকাউন্টধারীদের রিপোর্টে তার ইনস্টা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। ভুয়া আইডি নিয়ন্ত্রকরা রিপোর্ট করে সত্যিকারের শাকিব খানের ইনস্টাগ্রাম আইডি আপাতত নিষ্ক্রিয় করে দিয়েছে।
ইনস্টাগ্রাম জটিলতার বিষয়ে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ইনস্টাগ্রামে শাকিব খানের নামে অনেক আইডি আছে। সবাই কমবেশি অনুসারী আছেন। শাকিব খানের আসল ইনস্টাগ্রাম আইডি চালুর পর ভুয়া আইডি নিয়ন্ত্রকরা গণহারে রিপোর্ট করেন। এতে আসল আইডি ডিজেবল হয়ে যায়।
এরই মধ্যে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও তারা জানিয়েছেন।