চাঁদপুরের কচুয়া উপজেলার ব্যবসা কেন্দ্র রহিমানগর বাজার সংলগ্ন রাহমাতুল্লাহ (সাঃ) ইসলামীয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার করার লক্ষে গাউছিয়া ছোবহানীয়া আহমদিয়া কেন্দ্রিয় খানেকা অফিস মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহপুর দরবার শরীফের পীরেকামেল আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আলক্বাদরীর সভাপতিত্বের রহিমানগর গাউছিয়া ছোবহানীয়া আহমদিয়া কেন্দ্রীয় খানেকার পরিচালক আলহাজ্ব মাওলানা আলমগীর শাহ আলক্বাদরীর সঞ্চালনায় মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন মাহমুদ তালতলী, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি হাজী মোঃ তৌহিদুল ইসলাম খোকা, ১০ নং ইউ পি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, মোঃ দুলাল প্রধান হারিচাইল,মোঃ মঞ্জুর হোসেন সেলিম খাজুরিয়া লক্ষীপুর, নুরপুর গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শাহআলম, পালগীরি গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মফিজুল ইসলাম আলকাদরী, রহিমানগর বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ মনির হোসেন, হাজীগঞ্জের কাঁঠালী গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের পরিচালক মাওলানা হারুনুর রশিদ শাহজী, কড়ইয়া ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মোঃ সফিকুল ইসলাম পাড়াগাঁও, মুড়াগাঁও গুলপুরা গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সভাপতি আজাদ হোসেন প্রধানীয়া, হারিচাইল গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সভাপতি মোঃ আবু আবু আব্দুল্লাহ নয়ন, মাসনিগাছা গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, আইনগিরী গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সভাপতি মোঃ মজিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন সাতবাড়ীয়া, রহিমানগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান মেম্বার, বলশীদ গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের পরিচালক, মনোহরপুর গাউছিয়া ছোবহানীয়া খানেকা শরীফের সদস্য ডা.মোঃ আলী আকবর প্রমূখ।
এ ছাড়া বিভিন্ন খানেকা শরীফের সদস্য সহ ধর্মপ্রান মুসলমান গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহপুর দরবার শরীফের পীরেকামেল আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব আলক্বাদরীর উদ্যোগে রহিমানগর বাজার সংলগ্ন পূর্ব মাঠে রাহমাতুল্লাহ (সাঃ) ইসলামীয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষে ১ শত ৬ শতক জমি ক্রয়ের জন্য বায়না পত্র করা হয়েছে। উক্ত স্থানে মাদ্রাসা ভবন নির্মাণের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।