মিউচ্যুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবে শেয়ারবাজার নিয়স্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বিএসইসির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মিউচ্যুয়াল ফান্ড সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে এটি হবে বিএসইসি’র উচ্চ পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মিউচ্যুয়াল ফান্ডের কাঠামোগত ও আইনগত বিভিন্ন রিফর্ম নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।