যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি গির্জায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। স্যান জোস পুলিশ এবং রাজ্য মেয়র স্যাম লিকার্ডোর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, দুর্বৃত্তের ছুরি হামলায় দুই জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা ‘গুরুতর’।
এক টুইটে মেয়র লিকার্ডো বলেছেন, গ্রেস ব্যাপিস্ট গির্জায় দুর্বৃত্তের হামলায় নিহতদের পরিবারের সদস্যদের জন্য আমরা মর্মাহত ও সমবেদনা।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই গির্জার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে যাদের আবাস নেই, ঠাণ্ডা থেকে বাঁচতে তাদের গির্জায় অবস্থান করতে দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।