বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে স্থান করে নিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও “একাত্তরের দর্পণ” এর সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল।
গত বছরের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে শাখার সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আবু আহমেদ মান্নাফি, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবির।আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি পদে স্থান পাওয়ায় তাঁর নির্বাচনী আসন মতলব উত্তর-মতলব দক্ষিণে নেতা-কর্মী, সমর্থক ও জনগণ আনন্দ প্রকাশ করেছেন।
আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের প্রচার সম্পাদক, বৃহত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।