বৃৃহস্পতিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনের প্রায় এক বছর পর এ কমিটি ঘোষণা করা হলো, কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে আওয়ামী যুবলীগের সাবেক সদস্য, সাবেক সংসদ সদস্য, (চাঁদপুর-২) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর জৈষ্ঠ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু।