বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১১ নভেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হোন।
এরপর গত সোমবার হুট করেই হাবিবুলের স্বাস্থ্যের চরম অবনতি হয়। উদ্ভুত পরিস্থিতিতে চিকিৎিসকের পরামর্শে জাতীয় দলের নির্বাচক ও সাবেক টাইগার দলপতি তাৎক্ষণিকভাবে ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তিন দিন চিকিৎসা শেষে এখন তিনি আগের চাইতে কিছুটা সুস্থ হয়েছেন।
জানা গেছে, হাবিবুল বাশারের গায়ে এখন আর জ্বর নেই। ফুসফুসের ইনফেকশনও কমে গেছে। শ্বাস-প্রশ্বাসের জটিলতা কিংবা শরীরে কোন ব্যথা নেই। সব ঠিক থাকলে আগামী শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন এই সাবেক অধিনায়ক।