চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বি.এইচ.এম কবির আহম্মদের প্রথম কার্যদিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও ফুল দিয়ে বরণ করা হয়েছে।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মহিলা কাউন্সিলর দিনারা আক্তার বিপ্লবী, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক চন্দন সাহা, শ্রী বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, ভি.পি আতাউর রহমান, পৌর যুব লীগের সভাপতি সোহাগ সরকার, লোকমান হোসেন বাবুল মিয়াজী, আনোয়ার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপাদি উত্তর ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, উপাদি দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিশিষ্ট সংবাদিক আবুল কাশেম পাটোয়ারী, সমাজ সেবক রেহান উদ্দিন মিজি, বীর মুক্তিযোদ্ধ আবুল কালাম পাটোয়ারী সহ আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মীবৃন্দ।