জনগণকে সেবা দেওয়ার জন্য বিট পুলিশিং অধিক কার্যকর, এ দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘সারা দেশে ৬ হাজার ৯১২টি বিট আছে। এসব বিটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এলাকার প্রতিটি পরিবারের খোঁজ রাখতে হবে। তাদের সব ধরনের আইনি সহায়তা দিতে হবে।’
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর রাজারাবাগে সহকারী পুলিশ কমিশনারদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘আগে দর্শনধারী, পরে গুণবিচারী। তাই পুলিশ কর্মকর্তাদের আচরণে, কথাবার্তায়, চলনে জনগণের কাছে প্রিয় হতে হবে।’
পুলিশ প্রধান বলেন, ‘ডিসি, এডিসি, এসি ও ওসিদের কাজ হতে হবে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। মানুষ তাদের অনুসরণ করবে। তারা কর্ম এলাকায় সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি হবেন।’
তিনি আরও বলেন, ‘করোনার সময় পুলিশ মানুষের জন্য যেভাবে কাজ করেছে, তার বিনিময়ে ভালোবাসা দিয়েছে জনগণ। তাই পুলিশের ইউনিফর্মের মর্যাদা রাখতে হবে।’
সূত্র: রাইজিংবিডি.কম