চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পরিষদ প্রাঙ্গনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গণসচেতনামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত করা হয়।
কোভিড -১৯ এর দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা, লিফলেট ও মাস্ক বিতরণ করেন উপজেলা প্রশাসন।
১৮ নভেম্বর (বুধবার) সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত উপজেলার সকল সরকারি বেসরকারি অফিস, সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন সহ উপজেলার প্রায় ৫০০ এর অধিক প্রতিষ্ঠানের করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সচেতনামূলক মাক্স ব্যানার, পোষ্টার, লিফলেট, স্টিকার, ফেষ্টুন ইত্যাদি হাতে নিয়ে সকল প্রতিষ্ঠানের সামনে ও নিকটবর্তী জনসমাগম বেশি হয় এমন স্থানে অবস্থান করেন।এসময় উপজেলাব্যাপী প্রায় ১০০০০ এর অধিক মাস্কও বিতরণ করা হয়।
উপজেলায় এই কর্মসূচির উদ্ভোধন করেন, সহকারী কমিশনার ভুমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা নুশরাত শারমিন।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আকতার রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।