ট্রাম্প সমর্থকদের এখনও নির্বাচনে জয়ের আশা দেখাচ্ছে নিউজম্যাক্সসহ কয়েকটি মার্কিন ডানপন্থী গণমাধ্যম।
ট্রাম্প সমর্থক গণমাধ্যমগুলো এখনও ভিত্তিহীনভাবে দাবি করে যাচ্ছে, ট্রাম্প জিতেছেন। একইসঙ্গে সামনে হাজির করছে ‘ষড়যন্ত্র তত্ত্ব’। শুধু গণমাধ্যম কেন, কট্টর ট্রাম্প সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বারবার করে এই ‘ষড়যন্ত্র তত্ত্বই’ হাজির করা হচ্ছে।
প্রতি দিনই নিউজম্যাক্সের মতো টিভি চ্যানেলগুলোর মিথ্যায় ভরা খবর ও অনুষ্ঠান মানুষ দেখছে। তাদের বলে যাওয়া মিথ্যা মানুষের কানে পৌঁছাচ্ছে। তারা বলছে, ‘কিছুই শেষ হয়নি। মূলধারার সংবাদমাধ্যমগুলো এই মুহূর্তে যা বলছে, তা অগ্রাহ্য করুন।’
নিউজম্যাক্স যে তথ্য প্রচার করছে, তার মূল ভাষ্য হল- নির্বাচন শেষ হয়নি। সংবাদমাধ্যমগুলো ভুল বলছে। বাইডেন দুর্বল ও ট্রাম্প দৃঢ় অবস্থানে রয়েছেন। এই অবস্থান নেয়ার পেছনে যুক্তি হিসেবে নিউজম্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস রুডি বলেন, ‘সরকারি ঘোষণার পরই কেবল নিউজম্যাক্স অঙ্গরাজ্যের ফল ও ইলেকটোরাল কলেজের হিসাবকে আমলে নেবে।’
অর্থাৎ সরকারি ঘোষণার আগ পর্যন্ত চ্যানেলটি একটি কল্পরাজ্যকে বারবার চিত্রিত করবে, যেখানে শুধু ট্রাম্পেরই জয় হয়। এটি এতটাই ট্রাম্প সমর্থক হয়ে উঠেছে, এখন তা ফক্স নিউজের দর্শকে ভাগ বসাচ্ছে। গত শুক্রবার চ্যানেলটিতে ৭ লাখের বেশি দর্শক ছিল।