চাঁদপুরের কচুয়ায় মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ২য় পর্যায়ে সংক্রমন মোকাবেলায় গণসচেতনতা প্রচারণা ও র্যালীর আয়োজন করা হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কচুয়া বিশ্বরোড, হাসপাতাল রোড হয়ে পূণরায় উপজেলা সত্ত্বরে এস শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, ওসি মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ, শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, পিআইও আশিকুর রহমান, আইসিটি অফিসার মোশারফ হোসেন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।