একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকরোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।
১৭ নভেম্বর (মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দৈনিক জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির।
তিনি বলেন, জ্বর ও কাশি থাকায় গত রোববার তোয়াব খান করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এছাড়াও দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন তোয়াব খান।