চাঁদপুরের মতলব উত্তরে আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, এমপি ডায়মন্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর খেলা উদ্বোধন করা হয়েছে।
১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকালে প্রস্তাবিত ঘনিয়ারপাড় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে ডায়মন্ড কাপ টুর্ণামেন্টের পর্দা উঠে। উদ্বোধনী ম্যাচ উদ্বোধন করেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আঃ লতিফ মিয়াজী, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চাঁনমিয়া বেপারী, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ, সাবেক কাউন্সিল আব্দুল ওয়াদুদ মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে বাহাদুরপুর একাদশকে হারিয়ে ঘনিয়ারপাড় একাদশ জয়ী হয়। উপজেলায় এটাই প্রথম ডায়মন্ড কাপ খেলা। ১৬ টিমের খেলা ধারাবাহিকভাবে চলবে।
টুর্ণামেন্ট আয়োজন করে, মুছা বেপারী, বজলুল গনি, বিদ্যুৎ চন্দ্র শীল, মমিনুল ইসলাম, বজলু ঢালি, আমির মোল্লা, নাছির মোল্লা, সাগর প্রধান।