প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) নিজেরা আগুন দিয়ে দোষ দিচ্ছে এটা নাকি সরকারি এজেন্ট। আমরা আগুন দেব কী কারণে? আমরা ক্ষমতায় আছি। আমরা আগুন দিয়ে আমাদের সরকারকে বদনামের ভাগিদার করব কেন? মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া তো আমাদের দায়িত্ব।
সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংসদের পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ সাম্প্রতিক নির্বাচন ও বাস পোড়ানোর ঘটনায় সরকারকে দায়ী করে ঘটনা তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবি জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বাস পুড়িয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। সরকারের কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে বিএনপির মিছিল থেকে বাসে আগুন দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, টেকনোলজির কারণে হাতে হাতে ধরা পড়ে যাচ্ছে কারা আগুন দিচ্ছে। নিজেরা আগুন-টাগুন দিয়ে পার্লামেন্টে এসে সরকারকে দোষারোপ করা হলো। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো, এটা তাদের অভ্যাস।
এসময় পয়েন্ট অব অর্ডারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস পোড়ানার ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা সম্পর্কিত রেকর্ডকৃত কথোপকথন শোনান।
বিএনপির সংসদ সদস্যকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, সংসদ একটি পবিত্র জায়গা। বিএনপির সদস্যকে বলবো, এইভাবে এখানে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। এটা মানুষ বিশ্বাস করবে না। আর সন্ত্রাসী কর্মকাণ্ডটা যেন বিএনপি বন্ধ করে। এটাই আমার আবেদন থাকবে।
তিনি বলেন, আমরা দেশের মানুষের উন্নতি চাই। করোনাভাইরাসের কারণে মানুষ এমনিতেই ক্ষতিগ্রস্ত। কষ্টে আছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি মানুষকে সাহায্য করতে। অর্থনীতি সচল রাখতে। কিন্তু তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। মানুষ অন্ধ না। সবকিছু বোঝে।