করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার দুই সপ্তাহের আগেই মঙ্গলবার তিনি করোনা নেগেটিভ হয়েছেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ মিস হয়েছে মাহমুদউল্লাহর। করাচি যাওয়ার আগে রুটিন পরীক্ষা করানোর পর গত ৬ নভেম্বর মাহমুদউল্লাহর শরীরে কোভিড শনাক্ত হয়। এর পর সোজা আইসোলেশনে চলে যান। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ ধরা পড়ে।
মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি মাঠে ফিরতে অধীর অপেক্ষায় আছেন। ‘করোনা রিপোর্ট নেগেটিভ পেয়েছি আজকে। এমনিতে খুব বেশি সমস্যা ছিল না, তীব্র কোনো উপসর্গ ছিল না। বাচ্চাদের কাছ থেকে, পরিবারের সবার থেকে আলাদা থাকাই ছিল সবচেয়ে কষ্টের। এখন পুরোপুরি সুস্থ। আশা করি, দ্রুত ট্রেনিং শুরু করতে পারব।’
২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। সাকিব ও মাহমুদউল্লাহকে একই দলে ভিড়িয়েছে খুলনা। একসঙ্গে দুই আইকনকে পেয়ে উচ্ছ্বসিত জেমকন খুলনার সমর্থকরা।