বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান।
১৪ নভেম্বর (শনিবার) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ফজলে শ্যামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর কাছে হস্তান্তর করা হয়। পরে তারা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এতে ইঞ্জি. কামরুজ্জামান সহ-সম্পাদক পদ লাভ করেন।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান পেশায় একজন ব্যবসায়ী। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সন্তান।
ইঞ্জি. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ফজলে শ্যামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে যে পদে নিযুক্ত করেছেন। তাই মতলব উত্তর, জেলাবাসী সহ সবাইকে শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জানাচ্ছি।