শেখ হাসিনার নির্দেশ, মাছে ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগের মৎস্যজীবীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৩ মে) চাঁদপুরের কচুয়া মৎস্যজীবী লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছালেহীন খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া দেওয়ান, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমুখ।