শিরোনাম
শাহরাস্তি প্রেসক্লাবের দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা  সামিট পাওয়ারের আয় ৯২৭ কোটি টাকা কমেছে কোহলির অন্যরকম সেঞ্চুরি সাড়ে ১৭ কোটি ডলার দিতে হবে ট্রাম্পকে ১০ দিনের মধ্যে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি,ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা এক্স বন্ধ রাখা শাসনব্যবস্থার বিপজ্জনক মডেল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট টঙ্গিতে ভিওআইপি সরঞ্জাম ও ১১ হাজার সিমসহ গ্রেপ্তার ২ শতাধিক দোকান পুড়িয়ে নিভল রূপগঞ্জের আগুন রাতে ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা অবশেষে জয় পেলো ব্রাজিল
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

সাকিবের মতো বিশ্বসেরা হতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক / ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বলা হয়ে থাকে সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দাপুটে বিচরণ তার। লাল-সবুজের সমর্থকদের একটা আক্ষেপ, সাকিবের মতো আরেকজন ক্রিকেটারের জন্য। টাইগার এই অলরাউন্ডারকে নিয়ে মুগ্ধতা আর প্রশংসার পাশাপাশি এমন হাহাকারও শোনা যায় কান পাতলে। সেখানেই আশার কথা শোনালেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজে পান বলে জানিয়েছেন মিরাজ।

বুধবার (১৫ মার্চ) ঢাকায় একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে প্রশ্ন করা হয় সাকিব না থাকলে তার অভাব পূরণ করার বিশ্বাস আছে কি না। জবাবে মিরাজ বলেন, ‘বিশ্বাস না করলে তো এগিয়ে যেতে পারবো না। অবশ্যই বিশ্বাস করি।’

মিরাজের ভাষ্যে, ‘অলরাউন্ডার দলে যত বেশি থাকে, দলের পজিশন তত ভালো থাকে। দলের কম্বিনেশন অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন, সবসময়ই ছিলেন। তাকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। যখন চোখের সামনে বিশ্ব মানের খেলোয়াড় দেখি, তখন আমাদের ভেতরও চাহিদাটা থাকে যে আমরা একদিন তার মতোই হবো।’

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘দলের ভেতর যদি উইনিং খেলোয়াড় একজন থাকে, আমরা বিশ্বাস করি ও জেতাতে পারে, আর কেউ পারে না, হয়তো একদিন জেতাতে পারবে কিন্তু দিনের পর দিন পারবে না। আমাদের দলের ভেতর এখন যে কেউ, যেকোনো দিন জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে যেহেতু নিজের ব্যাটিং ভালো হয়েছে, চেষ্টা করবো ব্যাটিং-বোলিং দুটাতেই অবদান রাখার।’

মিরাজ যোগ করেন, ‘আমরা ফল নিয়ে চিন্তা করিনি প্রথম যখন খেলেছি। আমরা চেষ্টা করেছি প্রসেসে কীভাবে উন্নতি করা যায়। রেজাল্ট এটা আউটকাম, দিনশেষে হবে। কিন্তু আমরা যদি প্রসেস অনুসরণ না করি, রেজাল্ট কখনো আসবে না। আমরা মাঠে ওভাবে চেষ্টা করেছি। ব্যাটাররা রান করার জন্য, বোলাররা ভালো বোলিং করার জন্য, ফিল্ডাররা সাহায্য করার জন্য। ওভারঅল টিম কম্বিনেশন ভালো ছিল, সবাই ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ