শিরোনাম
কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে : রাষ্ট্রপতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত যুক্তরাষ্ট্র থেকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,দেশব্যাপী আ.লীগের বিক্ষোভের ডাক ১৯ দিনে রেমিট্যান্স ১১৩ কোটি ডলার
সোমবার, ২৯ মে ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তিতে পূর্বের সীমানাবেড়া সংস্কার কাজে বাধা ও ভাঙচুর

স্টাফ রির্পোটার / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের শাহরাস্তিতে পৈতৃক সম্পত্তিতে পূর্বের সীমানাবেড়া সংস্কার কাজে বাধা ও ভাঙচুর করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালে চিতোষী তালুকদার বাড়িতে এ ভাংচুরের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী তালুকদার বাড়িতে পূর্বের দেওয়া সীমানাবেড়া সংস্কারকাজ করতে গেলে কাজে বাধা ও ভাঙচুর করে থাকেন এবং গোলাম মাওলার থাকা দোচালা টিনের ঘরের বেড়ার টিন খুলে ফেলে ভাঙচুর করে। বাড়ির মালিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা পৈত্রিক সম্পত্তিতে পূর্বের দেওয়া সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে ওই বাড়ির বাদল ও মাসুদসহ দুষ্কৃতকারী সঙ্ঘবদ্ধদল নিয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সীমানাবেড়া ভাঙচুর করে এবং গোলাম মাওলা ও তার স্ত্রীকে মারধর করতে আসে ও বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি-ধামকি প্রদান করে।

তিনি আরো বলেন, সেলিম মিয়ার ছেলে দুষ্কৃতকারী বাদল ও মাসুদ পূর্বে ২বার আমাদেরকে মারধর করেছেন এবং আমাদের ঘর দরজা ভাঙচুর করেছেন এ বিষয়ে শাহরাস্তি মডেল থানা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযোগ রয়েছে। বর্তমানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা তার পৈতৃক সম্পত্তির সীমানাবেড়া রয়েছে ওই সীমানাবেড়া নষ্ট হওয়ার কারণে সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে একই বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ বাদল ও মোঃ মাসুমসহ সংঘবদ্ধ তার উপরে আক্রমণ করে। এবং গোলাম মাওলাকে দেখিয়ে দিবেন বলে হুমকি দেন।

এ বিষয়ে গোলাম মাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করেন।

গোলাম মাওলা আরো জানান বর্তমানে আমি ও আমার স্ত্রী বাড়িতে একা থাকি তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি স্থানীয় সংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের ও সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাদলের ভাই জিয়া উদ্দিন তালুকদার জানান আমাদের বাড়ির সীমানা পূর্বে ভাগ-বাটোয়ারা হয়েছে। সকলের অবস্থানে সকলে রয়েছে। আমার মা-বাবা জীবিত নেই, আমি বাড়িতে থাকি না। আমার চাচা ও চাচাতো ভাইরা মিলে আমার ভাইদের উপর অত্যাচার করেন। গোলাম মাওলা চাচাকে সীমানাবেড়া সংস্কার কাজ করতে গেলে তাকে বাধা দেই। তার উপরে আক্রমণ ও হুমকি-ধামকি কোন কিছুই দেইনাই, তা সম্পূর্ণ অসত্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ