শিরোনাম
কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ে করলেন গায়ক ইমরান গাজীপুর সিটিতে বৃহস্পতিবার ভোট, চলছে ব্যাপক প্রস্তুতি কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয় তা দেখিয়ে দেয়া হবে: ওবায়দুল কাদের ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন নিউইয়র্কে বাণিজ্য মেলা সেপ্টেম্বরে, আবেদন ৩১ মে`র মধ্যে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ: আইজিপি সিলেটে বিশ্ব মেডিটেশন দিবস পালিত কচুয়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৮২৯ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন জিডিপিতে শিল্প খাতের অবদান বৃদ্ধি পাচ্ছে : রাষ্ট্রপতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত যুক্তরাষ্ট্র থেকে বোমা নিষ্ক্রিয়কারী রোবট পাচ্ছে সিএমপি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,দেশব্যাপী আ.লীগের বিক্ষোভের ডাক ১৯ দিনে রেমিট্যান্স ১১৩ কোটি ডলার
শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন

মালদ্বীপের হাইকমিশনার হলেন এস এম আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

মালদ্বীপের হাইকমিশনার হলেন রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ইতোপূর্বে তিনি বিএন ফ্লিট চট্টগ্রামের দায়িত্বে ছিলেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) নৌবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাঁকে।

এর আগে আবুল কালাম আজাদ চট্টগ্রাম ও খুলনার মংলা বন্দরের চেয়ারম্যান ছিলেন। নৌগোয়েন্দা প্রধানের দায়িত্বও পালন করেছেন নৌবাহিনীর চৌকস এই কর্মকর্তা। তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখারও প্রধান ছিলেন। আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ যেসব পদে ছিলেন সেখানেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

দায়িত্ব গ্রহন করে একে আজাদ মালদ্বীপের হাইকমিশনকে নতুন রূপে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহন করেন শেখ আবুল কালাম আজাদ। অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আজাদের পরিবার ও নিকটাত্মীয়দের মধ্যে অন্তত শতাধিক মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁদের অবদান শুধু কুমারখালী থানাতেই নয় পুরো কুষ্টিয়া জেলাতেও সর্বজনবিদিত।

রাজনীতিক পরিবারে বেড়ে ওঠা আজাদের বাবা শেখ ওসমান গনি এলাকার বিশিষ্ট সমাজকর্মী। আজাদ এবং তাঁর অন্য ভাইদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের কারণে তাঁর মাতা খোদেজা বেগম এলাকায় রত্নগর্ভা হিসেবে পরিচিত। তাঁর মামা আব্দুল মান্নান খান বহুদিন ধরে কুমারখালি উপজেলার চেয়ারম্যান ও জনদরদী হিসেবে সুপরিচিত। এমনকি তাঁর মামাত ও খালাত ভাইয়েরাও বহুদিন ধরে স্থানীয় নির্বাচনে ভোটে জিতে প্রতিনিধিত্ব করছেন। গণমানুষের কাছে এই পরিবারটির গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে ১৯৮৫ সালের জানুয়ারি মাসে নৌবাহিনীতে যোগ দিয়ে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেছিলেন একে আজাদ।

বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা হিসেবে রিয়াল এডমিরাল শেখ আবুল কালাম আজাদ দেশে এবং বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেনেন্ট কোর্স করেন। এমনকি লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাইমারি স্টাফ কোর্স, তুরস্ক থেকে তার্কি ভাষার স্পেশাল কোর্স এবং গানারি স্পেশালাইজেশন কোর্স, ভারত থেকে ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ল, আমেরিকা থেকে এক্সিকিউটিভ ডিসিশন ম্যাকিং কোর্স ছাড়াও প্রসিদ্ধ অন্যান্য প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট লাভ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করা আবুল কালাম আজাদ মালদ্বীপের মালের হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশকে তুলে ধরবেন অনন্য উচ্চতায়- প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ