শিরোনাম
শাহরাস্তি প্রেসক্লাবের দলিল হস্তান্তর ও দাতা সদস্যের সম্মাননা  সামিট পাওয়ারের আয় ৯২৭ কোটি টাকা কমেছে কোহলির অন্যরকম সেঞ্চুরি সাড়ে ১৭ কোটি ডলার দিতে হবে ট্রাম্পকে ১০ দিনের মধ্যে স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি,ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা এক্স বন্ধ রাখা শাসনব্যবস্থার বিপজ্জনক মডেল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট টঙ্গিতে ভিওআইপি সরঞ্জাম ও ১১ হাজার সিমসহ গ্রেপ্তার ২ শতাধিক দোকান পুড়িয়ে নিভল রূপগঞ্জের আগুন রাতে ৮০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা অবশেষে জয় পেলো ব্রাজিল
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন

আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন: ইউএনও মতলব উত্তর

মো: কামরুজ্জামান হারুন / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে আলোচনাসভা, কেক কাটা ও এতিমদের মাঝে পোষাক বিতরন করা হয়।


শুক্রবার  (১৮ ফেব্রুয়ারী) বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আলোকিত মতলবের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, আলোকিত মতলবের উপদেষ্টা ডা. মকবুল হোসেন মুকুল। বক্তব্য রাখেন, আলোকিত মতলবের সাধারন সম্পাদক সোহাগ মৃধা, যুগ্ম-সম্পাদক কালাম সরকার, মুদাচ্ছের আহমেদ,কার্যকরী সদস্য গাউস আহমেদ, মনসুর আহমেদ, সাজিদ হাসান, বায়জীদ শাহ, মাসুদ রানা প্রমূখ।

আলোচনা সভার পর ৭টি এতিমখানার ২৫ জন এতিমদের মাঝে পোষাক ও ১ জনকে বোরখা বিতরন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদ ও সক্রিয় ৫ সদস্যের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।আলোকিত মতলবের ৪র্থ বর্ষ পুর্তিতে অতিথিবৃন্দ ও সদস্যরা কেক কাটেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী শরিফুল হাসান বলেন, আলোকিত মতলবের মতো সংগঠন মতলবে আরো প্রয়োজন। সমাজকে মাদকমুক্ত ও বাল্যবিবাহ মুক্ত রাখতে, সমাজকে কলুষিত হওয়া থেকে রক্ষা করতে এবং দরিদ্র, মেধাবী ও এতিমদের পাশে দাড়াতে এধরনের আরো সংগঠন সক্রিয় থাকলে সমাজ থেকে অনেক সমস্যাই দুর হয়ে যাবে বলে আমি বিশাবাস করি। আর আমাদের মনে রাখতে হবে, নিজেদের সমাজকে ভালো রাখতে আমাদের নিজেদেরই দায়িত্বশীল হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ