প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে চমকেই দিলো আয়ারল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ওডিআইতে জয়ের স্বাদ তুলেছে আইরিশরা।
ডাবলিনের ম্যালাহাইডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ আনে আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ পর্যন্ত যেতে পারে সাউথ আফ্রিকা। স্বাগতিকরা জয় পায় ৪৩ রানে।
অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নের সেঞ্চুরিতে জড়ের ভিত পায় আইরিশরা। স্বাগতিক দলনেতা ১০ চার ও ২ ছয়ে ১১৭ বলে ১০২ রানের ইনিংস উপহার দিয়েছেন।
বাকিদের মধ্যে হ্যারি টেক্টরের ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ বলে ৭৯, জর্জ ডকরেলের ৫ চার ২ ছয়ে ২৩ বলে ঝড়ো ৪৩, পল স্টার্লিংয়ের ২৯ ও অ্যান্ডি ম্যাকবির্নের ৩০ রানে তিনশর কাছে যায় আয়ারল্যান্ড।
জবাব দিতে নেমে জানেমান মালানের ৮৪, রসি ফর ডার ডুসেনের ৪৯, ডেভিড মিলারের ২৪ ছাড়া বলার মতো অবদান রাখতে পারেননি প্রোটিয়াদের আর কেউ।
আইরিশদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মার্ক আডাইর, অ্যান্ডি ম্যাকবির্নে ও জশ লিটলে। একটি করে উইকেট নিয়ে তাদের যোগ্য সঙ্গ দিয়েছেন ক্রেইগ ইয়ং, সিমি সিং ও জর্জ ডকরেল। এদিন হাত ঘোরা ছয় আইরিশ বোলারই উইকেটের দেখা পেয়েছেন।