চাঁদপুরের হাজীগঞ্জে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসাবে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে ৬৯৭ হতদরিদ্রের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ও ইউনিয়নের ট্যাগ অফিসার শিউলী বেগম, গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্ছু, ইউপি সচিব রফিকুল ইসলামসহ পরিষদের সকল সদস্যগন।