মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে সামাজিক দুরুত্ব বজায় রেখে গরিব অসহায় ২শ৫০ জনকে নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়েছে ৷ সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ বিতরণ করেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অলি উল্লাহ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ভান্ডারী, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, ইউনিয়ন পরিষদের সচিব মানিক ঢালী , ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন, মো. রাসেদ প্রধান, মো. মস্তফা মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, আমেনা বেগম, ফাতেমা আক্তার প্রমুখ।