বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি।
সোমবার (১২ই জুলাই) বেলা ১১টায় জেলা পরিষদের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত এর উপস্থিতিতে
এই স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান ও পরিছন্নতার জন্য ডিটারজেন্ট পাউডার রয়েছে।
এসময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারন সম্পাদক সহ-সভাপতি পরিতোষ চন্দ্র উপস্থিত ছিলেন।