আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। যা ২২ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট বিক্রি হবে না।
সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলের প্রধান তথ্য অফিসার জানিয়েছেন, করোনা মহামারি বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।
সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে চলমান লকডাউন কিছুটা শিথিল করে হব৷