শিরোনাম
বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে: প্রধান উপদেষ্টা দুবাই সামিটে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন প্রধান বিচারপতি কুড়িগ্রাম সীমান্তে বাড়তি নজরদারি, আতঙ্কে স্থানীয় কৃষকরা নাফ নদে মাছ ধরার অনুমতি, দীর্ঘ আট বছর পর জেলেদের স্বস্তি ২৩ দিন পর পুকুর থেকে স্কুলছাত্র রোমানের লাশ উদ্ধার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পাশে বাংলাদেশ সেনাবাহিনী যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু রাজশাহীতে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে সেতুবন্ধন তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয় বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

টেস্টে এসেছে প্রত্যাশিত জয়। এবার রঙিন পোশাক গায়ে জড়ানোর পালা টাইগারদের। জিম্বাবুয়ে সফরে থাকা বাংলাদেশ ১৬ জুলাই হারারেতে খেলবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শুরু হয়ে গেছে সাদা বলের প্রস্তুতিও।

তিন সংস্করণে খেলতে যাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ। কেননা এটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ওয়ানডে সুপার লিগ। বর্তমানে পয়েন্ট টেবিলে ইংল্যান্ড এক নম্বরে। তার পরেই বাংলাদেশ। আর যাদের বিপক্ষে আসন্ন সিরিজটি, সেই জিম্বাবুয়ের অবস্থান একদম তলানীতে, ১৩ নম্বরে।

যদিও তারা খেলেছে মাত্র তিন ম্যাচ। জয় একটিতে। অন্যদিকে শীর্ষ দুই দল ইংল্যান্ড ১৪ ও বাংলাদেশ ৯ ম্যাচ খেলেছে।

এই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা গেলে ইংল্যান্ডের খুব কাছে চলে যাবে বাংলাদেশ। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান হবে মাত্র ৫ পয়েন্টের।

বর্তমানে ইংল্যান্ডের ৮৫ পয়েন্ট, আর বাংলাদেশের ৫০। তামিম ইকবালের দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সমান ৪০ পয়েন্ট করে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে এদুটি দল।

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে একই প্রতিপক্ষের সঙ্গে ৫০তম ওয়ানডে জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এপর্যন্ত ৭৫ বার দুই দল ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে ৪৭বার। আর তিনটি জয় পেলেই ফিফটি পূর্ণ হবে টাইগারদের। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে ২৮টি ওয়ানডে।

জিম্বাবুয়ের মাটিতে মুখোমুখি লড়াইয়ে জয়ের দিক থেকে এগিয়ে স্বাগতিকরা। ২৮ ম্যাচের মধ্যে তারা জিতেছে ১৫ বার। আর সফরকারী বাংলাদেশ জিতেছে ১৩ বার।

১৬, ১৮ ও ২০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। তার আগে ১৪ জুলাই ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ওয়ানডের পর রয়েছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

২০১৩ সালে সবশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ ১-১এ ড্র করলেও ওয়ানডে সিরিজ ২-১ হেরে যায় সফরকারীরা। আট বছর পর যখন দুটি দল মুখোমুখি হচ্ছে, তখন শক্তি-সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে বাংলাদেশ।

একমাত্র টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে পাওয়া জয় আরও বেশি নির্ভার করেছে দলকে। যুগিয়েছে আত্মবিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ