ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৭ জন, জামালপুরের ২ জন, টাঙ্গাইলের ২ জন ও নেত্রকোনার ১ জন।
শনিবার করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৭৩ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৪১৭ জন। এরমধ্যে আইসিইউতে আছেন ২১ জন। জেলায় একই সময়ে ৪২৯টি নমুনা পরীক্ষায় আরো ১৫৪ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। শনাক্তের হার ৩৫.৮৯ শতাংশ।