মঙ্গলবার সকালে করোনা সচেতনতার লক্ষে স্বাস্থ্যবিধি মেনে ফরিদগঞ্জ পৌরসভার সম্মুখে আর.এস.‘ল’ চেম্বার এন্ড কনসালটেন্সি ফার্ম এর সামনে সিএননিজি স্ক্রুটার ও অটোরিক্সা শ্রমিক শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাউল সহ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, করোনা মোকাবেলা ফান্ডের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান প্রমুখ
ক্যাপশান: করোনা মোকাবেলা ফান্ড-২০২১ থেকে সিএননিজি স্ক্রুটার ও অটোরিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন অ্যাডভোকেট রোকেয়া বেগম শেফালী।