চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের পৈলপাড়া উত্তর শাহী জামে মসজিদের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া মতলব টু গৌরীপুর পেন্নাই সড়ক।
জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় নানা ধরণের মালবাহী যাত্রীবাহী শত শত গাড়ী যাতায়াত করে। গত কয়েক দিনের মসূলধারে ভারী বৃষ্টির কারণে সড়কের উত্তর পাশের মাটি ধসে পড়ে যায় সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের মধ্যে।এতে করে সড়কটির বেহাল দশা দেখা দিয়েছে।ফলে ঘটতে পারে বড় ধরণের যে কোন দূর্ঘটনা।
চাঁদপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের প্রতি স্হানীয় জনগণ ও সুশীল সমাজ এবং সচেতন জনগণের মনের দাবী স্বল্প সময়ের মধ্যে যেন সড়কের মাটি ধসে যাওয়া অংশটুকু সংস্কার করা হয়।