পরে তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন ।
তাকে সাথে সাথে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে আত্মীয় স্বজন বাড়িতে এনে বিভিন্ন ওঝা দিয়ে চিকিৎসা শুরু করে। অবশেষে ওঝাও বলে উনি মারা গেছে।
শনিবার সকাল সাড়ে আটটায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।