রান পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক, লিটন দাস ও টেস্ট দলে ফেরা মাহমুদউল্লাহও। ২৯ রান করে মুমিনুল দিনের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন। ৩৭ রান করে স্বেচ্ছায় অবসরে যান লিটন। ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।
চোটের ঝুঁকি থাকায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাটিং করতে নামেননি দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দলের এক সূত্র জানিয়েছে, চোটের কারণে দুজনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচে খেলেননি তামিম-মুশফিক। সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। আশা করি, এটা মূল ম্যাচে কাজে আসবে।
তবে দলের বাকিদের ব্যাটিং থেকে স্বস্তিই নেবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে তামিমের অনুপস্থিতিতে টপ অর্ডারের দায়িত্ব ভালোই সামলেছেন সাইফ। দিন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচ সব সময় আত্মবিশ্বাসের জন্য আমরা খেলি। আজকের উইকেটে প্রথম ৮-১০ ওভার ভালো সুবিধা ছিল পেসারদের জন্য। এরপর ব্যাটিংবান্ধব হয়ে গেছে। তো সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি হয়েছে আমাদের। আশা করি, এটা মূল ম্যাচে কাজে আসবে।’
চলতি জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগদান করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। নতুন কোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলছিলেন, ‘আমাদের ব্যাটিং কোচের কাছ থেকে অনেক অভিজ্ঞতা নেওয়ার আছে। তিনি যেই দলে খেলেছেন, সেখানে অনেক কিংবদন্তি প্লেয়ার ছিলেন। তাঁর কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। এ পর্যন্ত মাত্র এক দিন কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি, ওনার কাছ থেকে অনেক কিছু নিতে পারব।’