চাঁদপুরের গুয়াখোলা এলাকায় মাদক কারবারি মোঃ ফারুক গাজী দুলালকে ৪২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য অফিস জানায় , বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ২জুলাই শুক্রবার, সকাল ৯টার সময় সহকারী পরিচালক,একেএম দিদারুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাধীন গুয়াখোলা নুরুল গাজী বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি নিজ দখলীয় বসতঘর ও দেহ তল্লাশি করে আসামি মোঃ ফারুক গাজী দুলাল(৪৯)পিতা -মৃত নুরুল ইসলাম গাজী ,মাতা-শাহানারাকে ৪২( বিয়াল্লিশ)পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে।
এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপৃর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।