শনিবার (২৬ জুন) উপজেলার রান্ধুনীমূড়া গ্রামের ১১নং ওয়ার্ডের চৌধুরী বাড়িতে দুপুর বেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌর এলাকার বালু ব্যবসায়ী মিলন চৌধুরীর ছোট ভাই পাভেল চৌধুরী ঘরের লড়ার সাথে রশি দিয়ে এ আত্মহত্যা করেছেন। ঘরে কেউ ছিলনা। এ সময় তার এক সহপাঠী তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। পরে সে তার বাড়ির একজনকে বিষয়টি জানায়। পরে বাসার কাজে নিয়োজিত সুমন মিয়াসহ তাকে উচ্চ স্বরে ডাকে। তার পরেও দরজা না খোলায় অন্য একটি দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে তার মৃতদেহ ঘরের লড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কেনো আত্মহননের পথটি বেঁচে নিলো পাভেল চৌধুরী-এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেনি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন,‘আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,তার পর জানা যাবে ঘটনাটি কি হয়েছে’।