শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৯টায়।
বৃহস্পতিবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে দুই দলই হেরে যাওয়ায় তাদের পয়েন্ট সমানই (২২) থাকছে। রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।
দুপুরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৬ উইকেটে হার মানে আবাহনী। আর রাতের ম্যাচে প্রাইম ব্যাংক ৫ উইকেটে হেরেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে।
জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি দলে ডাক পাওয়া তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি লো-স্কোরিং ম্যাচে ৩০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে দোলেশ্বরকে অসাধারণ এক জয় এনে দেন।
আসরে রানার্সআপ হওয়ার সুযোগ রয়েছে দোলেশ্বরের। শনিবার দুপুরের ম্যাচে মোহামেডানকে হারাতে হবে তাদের। ২১ পয়েন্ট নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে দোলেশ্বর। আর সন্ধ্যার ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।