জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের বিদায়ী জনবান্ধব ও কর্মদক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪জুন) সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কার্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমি অনেক ধন্যবাদ জানাই জাতীয় সাংবাদিক সংস্থা সহ চাঁদপুরের সকল সাংবাদিকদেরকে যারা আমার কর্মকান্ডের সংবাদ প্রচারের মাধ্যমে আমার কর্মস্পৃহাকে বৃদ্ধি করেছেন। শুধু আপনারা নন, পুরো চাঁদপুরবাসীর এমন ভালোবাসা দেখে আমি সত্যিই আর্ভিভূত।
ফুলের শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলার আহবায়ক শ্যামল সরকার, সদস্য সচিব খোরশেদ আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য আলী আশ্রাফ, নাজিমুদ্দিন প্রমুখ।