চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
কচুয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারীর সভাপতিত্বে সহ দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আলম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার, কৃষকলীগ সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান, যুবলীগ সভাপতি ও কচুয়া পৌর মেয়ব মোঃ নাজমুল আলম স্বপন, কড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আহসান হাবিব জুয়েল,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল প্রধান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ কমিটির সদস্য মোঃ হাবিব আহমেদ জয়,কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, যুব লীগ নেতা মাহবুবে রাব্বানী মানিক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে আনন্দঘন মুহুর্তে কেক কেটে দলের জন্মদিন উদযাপন করা হয়।