মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, আওলাদে রাসুল (দ)শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী (মাজিআ) নির্দেশে ২২ জুন বিকেলে
মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে দূর্গাপুর ইউনিয়ন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটির উদ্যোগে আগামী জাতীয় কাউন্সিলের ফরম বিতরণ উপলক্ষে আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
দূর্গাপুর ইউনিয়ন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কমিটির সভাপতি মনির হোসেন মাষ্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মাইজভান্ডার দরবার শরীফের খলিফা আলহাজ্ব আলমগীর শাহ, মাইজভান্ডার দরবার শরীফের খলিফা শাহ মোঃ আব্দুর রশিদ মিয়াজী, দূর্গাপুর ইউনিয়ন আঞ্জুমান কমিটির সহ-সভাপতি আসাদ উল্লাহ বাবুল, গিয়াস উদ্দিন প্রধান, আব্দুর রশিদ প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া, প্রচার সম্পাদক মমিনুল হক,সহ-প্রচার সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।