চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদপুর শহরের ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ২২জুন রাত ১টার সময় নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই/ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানাধীন পৌরসভাস্থ পালপাড়া সাকিনের মোবারক ভিলার সামনে জনৈক মোবারক হোসেনের টিম সেডের পশ্চিম পাশে কক্ষে হতে মাদক ব্যবসায়ী মোঃ জুম্মাত হাসান প্রকাশ নিশাত (২৪), পিতা- মৃত আব্দুল লতিফ পাটোয়ারী, মাতা- রেহেনা বেগম স্থায়ী : গ্রাম- পালপাড়া (মরিয়ম ভিলা) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ২. রায়হান খান প্রকাশ রায়হু (২০), পিতা- মোঃ হাবিবুর রহমান খান, মাতা- শাহিনা বেগম স্থায়ী : গ্রাম- রঘুনাথপুর (জাফর খাঁ বাড়ী) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ বর্তমান : গ্রাম- উকিলপাড়া (আবুল মোল্লার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশ ৩. সাদমান ইসলাম প্রকাশ শিহাব (২১), পিতা- এমদাদুল ইসলাম ফরহাদ, মাতা- সাবিনা ইসলাম স্থায়ী : গ্রাম- উকিলপাড়া (এমদাদুল ইসলাম এর বাড়ী) , উপজেলা/থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, বাংলাদেশদের হেফাজত হইতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।