চীন থেকে আসা সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সিলেটে।
শনিবার সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এই টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম দিন ২৭৭ শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হয়।
টিকার তত্ত্বাবধানে থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সিনোফার্মের ৩৭ হাজার টিকা সিলেট এসেছে। প্রাথমিকভাবে এই টিকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল এসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিতদের দেয়া হবে।
শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের যে ২৭৭ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে, তাদের মধ্যে ১০৪ জন ছাত্র ও ১৭৩ জন ছাত্রী ছিল। রবিবার থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে।