চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান।
তিনি শুক্রবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে এ কথা বলেন।
তিনি জানান, জেলার পুলিশ সুপারের নিদের্শনায়, আমরা দিনরাত মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত এক মাসে আমরা মাদক বিরোধী অভিযান চলিয়ে বেশ কয়েকজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে এবং ৬ টা মামলা করা হয়েছে।
মামলা গুলি নিন্মরুপঃ
১. ৮/৬/২১ মামলা নং-২৩ (ইয়াবা ২০ পিছ) আসামী আব্দুর রব রাসেল। পিতাঃ মৃতঃ আব্দুল মোতালেব খান, সাং-আলিমপাড়া, থানা/জেলা: চাঁদপুর।
২. ১০/৬/২১ মামলা নং-২৭ (গাজা ২০০গ্রাম) আসামী রুলেব হাওলাদার। পিতাঃ মৃতঃ ইউসুফ আলী হাওলাদার, সাং- রহমতপুর আবাসিক এলাকা, থানা/জেলাঃ চাঁদপুর।
৩. ১৫/৬/২১ মামলা নং-৩৫ (গাজা ২০০গ্রাম) ক. আসামী আলিফুর জামান, পিতাঃ আব্দুল আলী, সাং-পালপাড়া, থানা/জেলাঃ চাঁদপুর। খ. ইমরান হোসেন (৪২) পিতাঃ আঃ লতিফ সাং- গুনরাজদি, থানা/জেলাঃ চাঁদপুর।
৪. ১৭/৬/২১ মামলা নং-৪১ (ইয়াবা ২১ পিছ) আসামী মেহেদি হাসান(শান্ত), পিতাঃ খোকন মিজি, সাং- দক্ষিণ দাশদী, থানা/জেলাঃ চাঁদপুর।
৫. ১৭/৬/২১ মামলা নং-৩৯ (ইয়াবা ১৫ পিছ) আসামী আব্দুর রহিম(২৪), পিতাঃ মৃত. আব্দুর রহমান খান, সাং- বিষ্ণুদী খান বাড়ি, থানা/জেলাঃ চাঁদপুর।
৬. ৬/৬/২১ মামলা নং- ১৭ (গাজা ২০০গ্রাম) আসামী ক. মোঃ সিদ্দিক বেপারী, পিতাঃ মোস্তফা বেপারী, সাং- উঃ শ্রীরামদী (মাদ্রাসা রোড), থানা/জেলা : চাঁদপুর খ. মোঃ স্বপন বেপারী, পিতাঃ মৃত. আবিদ আলী বেপারী, সাং- উঃ শ্রীরামদী (ক্লাব রোড), থানা/জেলা : চাঁদপুর, গ. মোঃ আলমগীর হোসেন, পিতাঃ মোস্তফা, সাং- উঃ শ্রীরামদী (৩নং কয়লা ঘাট), থানা/জেলা : চাঁদপুর।
এ ব্যাপারে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান আরও জানান চাঁদপুর শহরকে মাদক, কিশোর গ্যাং নির্মুল করে একটি সুন্দর ও শান্তির শহরে রুপান্তর করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।