শিরোনাম
রাঙ্গামাটিতে শাহরাস্তি প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ছাত্র-জনতার ভাঙচুর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আমাদের কাজ ভবিষ্যত প্রজন্ম বিচার করবে: ড. ইউনূস ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম শুরু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না: তারেক শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে : নাহিদ কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড অবৈধ সম্পদ অর্জনের দায়ে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার পাসপোর্ট ইস্যুতে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন যুদ্ধ-পরিস্থিতির’ মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস ফরচুন বরিশালের দাপুটে জয় সিরিয়ার পুণর্গঠনে সৌদি ক্রাউন প্রিন্সের প্রতিশ্রুতি
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি অভিযান অব্যাহত

শ্যামল সরকার, চাঁদপুর / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

চাঁদপুর শহরে মাদক নির্মুলে নতুনবাজার পুলিশ ফাঁড়ির সাড়াশি  অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান। 
তিনি শুক্রবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে এ কথা বলেন।
তিনি জানান, জেলার পুলিশ সুপারের নিদের্শনায়, আমরা দিনরাত মাদক নির্মুলে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত এক মাসে আমরা মাদক বিরোধী অভিযান চলিয়ে বেশ কয়েকজন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে এবং ৬ টা মামলা করা হয়েছে।
মামলা গুলি নিন্মরুপঃ
১. ৮/৬/২১ মামলা নং-২৩ (ইয়াবা ২০ পিছ) আসামী আব্দুর রব রাসেল। পিতাঃ মৃতঃ আব্দুল মোতালেব খান, সাং-আলিমপাড়া, থানা/জেলা: চাঁদপুর।
২. ১০/৬/২১ মামলা নং-২৭ (গাজা ২০০গ্রাম)  আসামী রুলেব হাওলাদার। পিতাঃ মৃতঃ ইউসুফ আলী হাওলাদার, সাং- রহমতপুর আবাসিক এলাকা, থানা/জেলাঃ চাঁদপুর।
৩. ১৫/৬/২১ মামলা নং-৩৫ (গাজা ২০০গ্রাম) ক. আসামী আলিফুর জামান, পিতাঃ আব্দুল আলী, সাং-পালপাড়া, থানা/জেলাঃ চাঁদপুর। খ. ইমরান হোসেন (৪২) পিতাঃ আঃ লতিফ সাং- গুনরাজদি, থানা/জেলাঃ চাঁদপুর।
৪. ১৭/৬/২১ মামলা নং-৪১ (ইয়াবা ২১ পিছ) আসামী মেহেদি হাসান(শান্ত), পিতাঃ খোকন মিজি, সাং- দক্ষিণ দাশদী, থানা/জেলাঃ চাঁদপুর।
৫. ১৭/৬/২১ মামলা নং-৩৯ (ইয়াবা ১৫ পিছ) আসামী আব্দুর রহিম(২৪), পিতাঃ মৃত. আব্দুর রহমান খান, সাং- বিষ্ণুদী খান বাড়ি, থানা/জেলাঃ চাঁদপুর।
৬. ৬/৬/২১ মামলা নং- ১৭ (গাজা ২০০গ্রাম) আসামী ক. মোঃ সিদ্দিক বেপারী, পিতাঃ মোস্তফা বেপারী, সাং- উঃ শ্রীরামদী (মাদ্রাসা রোড), থানা/জেলা : চাঁদপুর খ. মোঃ স্বপন বেপারী, পিতাঃ মৃত. আবিদ আলী বেপারী, সাং- উঃ শ্রীরামদী (ক্লাব রোড), থানা/জেলা : চাঁদপুর, গ. মোঃ আলমগীর হোসেন, পিতাঃ মোস্তফা, সাং- উঃ শ্রীরামদী (৩নং কয়লা ঘাট), থানা/জেলা : চাঁদপুর।
 এ ব্যাপারে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান আরও জানান চাঁদপুর শহরকে  মাদক, কিশোর গ্যাং নির্মুল করে একটি সুন্দর ও শান্তির শহরে রুপান্তর করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ