চাঁদপুরের কচুয়া উপজেলার অতি পরিচিত এবং ব্যস্ত সড়ক কচুয়া টু বরুড়া ভায়া আড্ডা সড়ক। কুমিল্লার সাথে ভায়া সড়ক হিসেবে পরিচিত অতিগুরুত্বপূর্ণ এ সড়কের কচুয়া অংশে সুবিদপুর হতে শ্রীরামপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক যান বাহন চলাচলের অনুপযোগী।
হালকা বর্ষনে বিভিন্ন স্থানে গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি নামলেই পানিতে একাকার হয়ে যায় সড়কের বেশ কিছু অংশ । কোন্ পাশ দিয়ে গেলে গাড়ী নিরাপদে পার হবে সেই চিন্তা মাথায় নিয়ে পার হতে হয় চালককে।
বর্ষা মৌসুম মাত্র শুরু এখনই সড়কের বেহাল দশা, এ সময়ে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করেন চালকরা।
যানবাহন চলাচলের উপযোগী করার যে কোন উদ্যোগ হাতে নিতে কচুয়ার সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি সু-দৃষ্টি কামনা করেন যানবাহন চালক সহ যাত্রীরা।