চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিকে আটক করা হয়েছে।
রোববার (১৩ই জুন) সাজাপ্রাপ্ত ২ আসামি কামরুজ্জামান মাসুদ ও নাছির শেখ কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এএসআই/জ্ঞানময় চাকমা সিআর ২৯৪/১৯ এর ২ বছর সাজা প্রাপ্ত আসামী ১। মোঃ কামরুজ্জামান মাসুদ, পিতা- আব্দুল কুদ্দুস গাজী, সাং- আনোয়ারা বেগম, সাং- মেসার্স ন্যারাবাল ড্রিংকিং ওয়াটার, ইসলামপুর, গাছতলা, থানা ও জেলা-চাঁদপুরকে তাহার নিজ বাড়ী হতে ১৩ জুন রাত ০১.৩০ টার সময় আটক করেন এবং এএসআই/মেজবা উদ্দিন জিআর ৬৭২/১৮ এর ০৭ মাসের সাজা প্রাপ্ত আসামী ১। মোঃ নাছির শেখ, পিতা- মোঃ আঃ কাদের শেখ, সাং-কোটরাবাদ, লক্ষীপুর মডেল ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, শেখ বাড়ী, বহরিয়া বাজার, থানা ও জেলা-চাঁদপুর) কে তার নিজ বাড়ী হতে ইং ১৩ জুন তারিখ রাত ০৩.৩০ টায় সময় আটক করেন।
আরে জানা যায়, আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।