শিরোনাম
অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার উরুগুয়েকে খেলাধুলার মাধ্যমে সেতুবন্ধন তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: পররাষ্ট্র মন্ত্রণালয় বেনাপোল সীমান্তে শিশুসহ ১৪ নারী-পুরুষ আটক রাঙ্গামাটিতে শাহরাস্তি প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ছাত্র-জনতার ভাঙচুর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আমাদের কাজ ভবিষ্যত প্রজন্ম বিচার করবে: ড. ইউনূস ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম শুরু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না: তারেক শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে : নাহিদ কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড অবৈধ সম্পদ অর্জনের দায়ে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

অপূর্বর সঙ্গে সাফল্যের যেন দারুণ মিতালী

বিনোদন ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে সাফল্যের যেন দারুণ মিতালী! তার কয়েক শতাধিক নাটকের মধ্যে ১০০টি নাটকের প্রতিটি ৫০ লাখের বেশি করে ভিউ!

এর আগে তিনিই প্রথম অভিনেতা যার ২০টি নাটক প্রথম কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেশুধু তাই নয়, অপূর্বই বাংলাদেশের প্রথম অভিনেতা যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিল। অপূর্ব মনে করেন, অবশ্যই নাটকে ভিউস একটা ফ্যাক্ট।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিউস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছিলেন, একটা নাটক যতবেশি দেখবে, ততবেশি ভিউস হবে। সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে। তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচাদের মানদণ্ড না।

১০০টি নাটকে ৫০ লাখের বেশি করে ভিউস প্রসঙ্গে অপূর্ব বলেন, এ কৃতিত্ব প্রতিটা টিমের সঙ্গে যুক্ত থাকা সকলের। সেই সঙ্গে দর্শকদের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এরজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী ও পরিচালকদের।

তিনি আরও বলেন, আমি সবসময়ই চেষ্টা করেছি আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একটা কাজ করার পেছনে অনেক অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সকল কষ্টই দূর হয়ে যায়। আমরা অভিনয়শিল্পী, দর্শকদের জন্যই কাজ করি। তাদের এ সাপোর্টটাই আমাদেরকে সবসময় ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।

অপূর্ব’র ১০০টি ৫০ লাখ (৫ মিলিয়ন) ভিউস অতিক্রম করা নাটকগুলো হলো- বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭; দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, ভালোবাসি তুমি আমি, দ্যা পারফেক্ট ম্যান, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, এক্সচেঞ্জ, বিনি সুতোর টান, হঠাৎ দেখা, গোলাপী কামিজ, যদি তুমি জানতে, ক্যান্ডি ক্রাশ, ফার্স্ট লাভ, প্রেমছবি, পার্টনার, শেষ পর্যন্ত, জীবন, শুধু তুমি, তোমার অপেক্ষায়, গল্পটা তোমারই, আমার প্রেম তুমি, ফ্যাশন, প্রিয় তুমি, চারুর বিয়ে, কতদিন পর হলো দেখা, বিয়ে, কেমন যেন তুমি, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, সুখে দুঃখে, ভালোবাসা তুই, ড্রিম গার্ল, ব্যাচ ২৭, শুনতে কি পাও?, বেকার, ঠিকানা, ভেরি রিসেন্টলি, তোমার ভালোবাসার জন্য, বউ এত সুইট ক্যান?

পিছুটান, ঝগড়াবাড়ি, মনে প্রাণে, অবুঝ দিনের গল্প ২, প্রেমে পড়া মানা, আমার হৃদয় তোমার, তুমি যদি বলো, সংসার, খুঁজি তোমায়, নয় অভিনয়, সাবলেট, যদি মনে পড়ে যায়, ম্যাজিক অফ লাভ, রিলেশনশিপ, জলসাঘর, টেক কেয়ার, রংবাজ, তুমি আমার হবে?, সেইতো আবার, বিউটিফুল লায়ার, প্লে বয়, তেজপাতা, কি করে তোকে বলবো?, বিয়ের নাম বেদনা, অবশেষে তুমি, চ্যালেঞ্জ, অবাক প্রেম, মিস আন্ডারস্ট্যান্ডিং, আস্থা, আনটোল্ড লাভ স্টোরি, অ্যারেঞ্জ লাভ, ডিজে নাচবো তোর বিয়েতে, রাজপুত্র, অবশেষে বৃষ্টি, আমার একটা তুমি ছিল, তোমার কাছে ফেরা, আমার তুমি, সে স্যরি, মেয়েটার ছেলেটা, পাশের বাসার ছেলেটা, থাপ্পড় থেরাপী, এ মন আমার, হার্টবিট, ডায়েরীর পাতা থেকে, এ সুইট লাভ স্টোরি, টুকরো প্রেমের টান, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট, বলা হলো না, কথোপকথন, মেঘে ভেজা রোদ, মিসিং, পাশাপাশি ব্যবধান, তোমার জন্য, পলিটিক্স, লাভ রিয়্যাক্ট, কভার পেইজ, আপনার ছেলে কি করে?, প্রাণপ্রিয়, মিস্টার পরিবর্তনশীল, লাভ বাই মিসটেক ও হঠাৎ এলো বৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ