ঢাকা প্রিমিয়ার লিগে আরেকটি হারের মুখে পড়েছে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। টি-টুয়েন্টি আসরটিতে ছয় ম্যাচে তৃতীয় হার তাদের। শেষ পরাজয় এলো লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে, ৯ উইকেটের বড় ব্যবধানে।
বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে কেবল ১১৩ রান পর্যন্ত যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সেটিও সম্ভব হয়েছে লোয়ার-মিডলে সোহরাওয়ার্দী শুভ ৫২ রানের ইনিংস খেলায়। এক চার ও ৫ ছক্কায় ৩২ বলে সাজানো ইনিংস তার।
বাকিদের মধ্যে পারভেজ হোসেন ইমন ১০ ও আবু হায়দার রনির ১৫ বলার মতো। শূন্য হাঁকিয়েছেন তিন ব্যাটসম্যান। সাকিব তাদের একজন। পরে ৩.১ ওভার বল করে মোহামেডান অধিনায়ক উইকেটেও থাকেন শূন্য।
রূপগঞ্জের বোলাররা জোড়ায় জোড়ায় উইকেট ধরেছেন। ২টি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ, নাঈম ইসলাম ও কাজী অনিক।
জবাব দিতে নেমে ১৮.১ ওভার মাত্র এক উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে রূপগঞ্জ। পিনাক ঘোষ ও মেহেদী মারুফ ওপেনিংয়ে ৮৯ রান যোগ করে ম্যাচ শেষ করে দেন।
৬ চারে ৪৬ বলে ৪১ করে মারুফ ফিরে গেলেও পিনাক ম্যাচের ইতি টেনে আসেন। ৫ চার ও এক ছয়ে ৫১ বলে ঠিক ৫১ রানের অপরাজিত ইনিংস তার। সাব্বির রহমান অপরাজিত থাকেন ১৪ রানে।