শিরোনাম
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ছাত্র-জনতার ভাঙচুর দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আমাদের কাজ ভবিষ্যত প্রজন্ম বিচার করবে: ড. ইউনূস ত্রিপুরায় বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম শুরু বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো ‘শেখ বাড়ি’ হাসিনাকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না: তারেক শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে : নাহিদ কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড অবৈধ সম্পদ অর্জনের দায়ে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার পাসপোর্ট ইস্যুতে বাদ যাচ্ছে পুলিশ ভেরিফিকেশন যুদ্ধ-পরিস্থিতির’ মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস ফরচুন বরিশালের দাপুটে জয় সিরিয়ার পুণর্গঠনে সৌদি ক্রাউন প্রিন্সের প্রতিশ্রুতি কুয়েটের ১০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

চাঁদপুরে সরকারি মৃত কর্মচারীদের পরিবারকে আড়াই কোটি টাকার চেক প্রদান

সজীব দেবনাথ, চাঁদপুর / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চাঁদপুরে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা অনুযায়ী মৃত ৩২জন কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে হয়েছে।

এর মধ্যে প্রত্যেককে ৮ লাখ টাকা করে ২ কোটি ৫৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক মৃত ব্যাক্তিদের পরিবারের সদস্যদের হাতে তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

মৃত কর্মচারী পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাকুরিরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবারের অনেক কষ্ট হয়ে যায়। ওই পরিবারটা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। আজকে যে চেক বিতরণ কার্যক্রম সরকারের অনেক গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই চেক সেই অসহায় পরিবারের অনেক কাজে লাগবে। মৃত ব্যক্তিদের সন্তানদের পড়াশুনাসহ অন্যান্য কাজে ব্যয় করার জন্যেও অনুরোধ জানা চাঁদপুরের জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, মঞ্জুরুল মোর্শেদ প্রমূখ।

অনুদান প্রাপ্তদের মধ্যে শিক্ষক ১৪জন, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের ৬জন, শিক্ষা বিভাগের ১জন, ইঞ্জিনিয়ার বিভাগে ৩জন, সড়ক বিভাগের ১জন, হিসাবরক্ষণ বিভাগের ২জন, কৃষি বিভাগের ৩জন, খাদ্য বিভাগের ১জন ও সমাজসেবা বিভাগের ১জনসহ মোট ৩২জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ